পাটকেলঘাটা বাজার পরিছন্ন ও যানজটমুক্ত গড়তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে __ইউ এন ও দীপা রানী সরকার
তালা উপজেলার নির্বাহী অফিসার দীপা রানী সরকার গত সোমবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ১টায় পাটকেলঘাটা বাজার পরিদর্শন করেন। বাজারের পরিবেশ ও পরিছন্নতা বজায় রাখার লক্ষ্যে তিনি বাজারের মেইন পয়েন্টে( পাঁচ রাস্তা মোড়)একটি ডাস্টবিন নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করেন।
এ সময় তিনি পাটকেলঘাটা বাজারে যানজট ও জনদুর্ভোগ লাঘবে একটি বিকল্প যানবাহন স্টেশন (স্ট্যান্ড) স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া বাজারে মধ্যে নির্দিষ্ট সময়ের আগে কোন ভারী যানবাহন প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা প্রদান করেন, যাতে বাজারে স্বাভাবিক চলাচল ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধা নিশ্চিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, সানজিদুল হক ইমন, নাজমুল হোসেন শেখ আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তালা উপজেলা নিবার্হী অফিসার দীপা রানী সরকার বলেছেন বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটা কে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আধুনিকায়ন করা হবে। তিনি আরো বলেছেন, সরকারি অর্থায়নে এই বাণিজ্যিক নগরীকে উন্নয়ন করা সম্ভব।