দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

59

খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহতের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে।

এ সময় পিবিআই খুলনার পাঁচ সদস্যের একটি দল ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশের ধারণা, এটি কোনো হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন ওসি তুহিনুজ্জামান। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.