দৈনিক খুলনা
The news is by your side.

খালিশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল

31

খুলনা : 
খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর অফিসের বিপরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় ঘুরে দাঁড়াতে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে একাধিক দোকান, গুদাম ও ইজিবাইক চার্জিং পয়েন্ট পুড়ে যায়। এতে থাকা বহু ইজিবাইকও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দিনমজুর ও ইজিবাইক চালকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অগ্নিকাণ্ডের পরপরই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উদ্ধার ও সহযোগিতায় মাঠে নামেন। তারা দুর্গত পরিবারগুলোর পাশে থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী শামীম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্তরা বলেন, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে, ফলে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সরকারি ও সামাজিক সহায়তা পাওয়ার আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.