দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় দুই বাড়িতে ডাকাতি, ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট 

24
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক সহ দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্নালংকার ও মোবাইল ফোণসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে গৃহকর্তারা।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে প্রকাশ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আঠারোমাইল বিএমকে দাখিল মাদ্রাসার শিক্ষক বিলায়েত হোসেনের চুকনগর-খুলনা মহাসড়ক সংলগ্ন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসময় বাড়ির গেট খোলা থাকার সুযোগে ১০/১২ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। এসময় বিলায়েতের চিৎকারে পাশের ঘর থেকে তার ছেলে সাব্বির উঠে আসলে ডাকাতরা দুজনকে ব্যাপক মারপিঠ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে আলমারী, শো কেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। তবে তেমন কিছু না পেয়ে বিলায়েত হোসেনের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোণ ও সামান্য কিছু টাকা নিয়ে তারা চলে যায়। যাওয়ার সময়  বিলায়েত ও তার ছেলের হাত পা, চোখ ও মুখ বেঁধে পাশের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে যায়।
এরপর রাত ৩ টার দিকে ওই বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দুরে চুকনগর গ্রামের সরদার খায়রুল ইসলামের বাড়ি যায় ডাকাতদল। খায়রুল ইসলাম বারান্দায় ঘুমিয়ে ছিলেন। তাকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজা খুলতে বলে তারা। দরজা খোলার পর খায়রুলের স্ত্রী, ছেলে নাইমুল ইসলাম রনি ও মেয়ে আমিনা সুলতানার গলায় অস্ত্র ঠেকিয়ে দুইটি সোনার বালা ও চারটি কানের দুল এবং ৫টি মোবাইল ফোণ নিয়ে নেয়। খায়রুলের ছোট ছেলে ফাইমুল ইসলাম জনি জানায়, স্বর্নালংকার গুলোর ওজন প্রায় ৩ভরি এবং বর্তমান মুল্য ৬ লাখ টাকার মত এবং ৫টি মোবাইল ফোনের মুল্য আনুমানিক ১লাখ টাকা।
ডাকাতির খবর পেয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ খায়রুল আনাম, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, পরিদর্শক (তদন্ত) মোঃ আছের আলী সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আনাম বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ খুবই উদ্বিগ্ন। ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যপারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে, আশা করি খুব শীঘ্রই আমরা এর রহস্য উদঘাটন করতে পারব। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় এই রিপোর্ট লেখার সময় ডাকাতির ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা।

Leave A Reply

Your email address will not be published.