কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে বে-সরকারি এমপিও ভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা বিভিন্ন দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় শিক্ষকরা কেশবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দুইঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় ১৫০০/- চিকিৎসা ভাতা বৃদ্ধি, ২০% বাড়ি ভাড়া. ৭৫% উৎসব ভাতাসহ মেডিকেল ভাতা দাবী করে, বক্তব্য রাখেন, উপজেলা বে-সরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি শিক্ষক আজিজুর রহমান, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এরপর পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।