সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদারকে নিয়ে সাপ্তাহিক “বর্তমান সাতক্ষীরা” পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা ও মানহানিকর’ দাবি করে পত্রিকার সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ সফিউর রহমান। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন তাঁর মক্কেলের পক্ষে এই নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে বলা হয়েছে, ঠিকাদার মক্কেলের বিরুদ্ধে শত কোটি টাকার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে আরও বলা হয়, ঠিকাদার কোনো ব্যক্তির নিকট থেকে টাকা আত্মসাৎ করেননি বা নাশকতার ছকও করেননি।
প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নোটিশের মাধ্যমে জানা যায়, মক্কেল প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ সফিউর রহমান নিজেই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়মের বিরুদ্ধে দরখাস্ত করেছিলেন। নোটিশে অভিযোগ করা হয়, সেই প্রকৌশলী আবুল খায়েরই পত্রিকাকে ‘মিথ্যা তথ্য’ সরবরাহ করে ঠিকাদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। আইনজীবী জানান, প্রকৌশলী কর্তৃক প্রদত্ত তথ্য ‘বাস্তবতার আলোকে আদৌও বিশ্বাসযোগ্য নহে’।
রাজনৈতিক ও আইনি অবস্থান:
আইনি নোটিশে মক্কেলের রাজনৈতিক পরিচয়ও তুলে ধরা হয়। মক্কেল নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সক্রিয় সদস্য হিসেবে দাবি করেছেন এবং তিনি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন না। নোটিশে আরও জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে নাশকতার মামলায় (এস.টি.সি- ৩০০/১৬ এবং এস.টি.সি- ৩০১/১৬) তিনি দীর্ঘ একমাস কারাভোগ করেন এবং বর্তমানে মামলা দুটি বিজ্ঞ স্পেশাল ট্রাইব্যুনাল নং ৩, সাতক্ষীরাতে বিচারাধীন।
ক্ষমা চাওয়ার আল্টিমেটাম:
আইনি নোটিশে পত্রিকার সম্পাদকের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে বলা হয়েছে, উপযুক্ত প্রমাণ ছাড়া এবং মক্কেলের নিকট কোনো জিজ্ঞাসাবাদ না করেই এই মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয়েছে।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন নোটিশের মাধ্যমে সম্পাদককে সতর্ক করে জানিয়েছেন, অবিলম্বে মক্কেলের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। একইসাথে, প্রকাশিত সংবাদের জন্য আগামী ১৫ দিনের মধ্যে মক্কেলের নিকট নিশ্বর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায়, সম্পাদকসহ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়।