দৈনিক খুলনা
The news is by your side.

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে মহানগর ছাত্রশিবিরের দোয়া মাহফিল

40

নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষ্যে শহীদ আবরার ফাহাদের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ মাগরিব নগরীর পিটিআই জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক ইসরাফিল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিম মিরাজ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কন্ঠস্বর। দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরও আবরার ফাহাদের মতো নিপীড়ন ও আধিপত্যবাদ বিরোধী মনোভাব ধারণ করা প্রয়োজন। দেশে নতুন করে কেউ যদি নিপীড়ক হয়ে উঠতে চায়, তাহলে এই সমাজের মানুষ তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, সদর দক্ষিণ থানার সভাপতি জোবায়ের আল মাহমুদ, সদর উত্তর থানার সভাপতি এহসানুল মাহবুব সাকিব, আলিয়া মাদরাসার সভাপতি শিবলুর রহমান, লবনচরা থানার সভাপতি মোকাররম হোসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন পিটিআই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুল্লাহ বেলালী। অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, জনশক্তি, সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন।পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.