৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, অনশন
তিন দফা দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশনে বসেছে। আজ দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে।
তিন দফা দাবি গুলো হল-
১. জুলাই-আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
২. কেন্দ্র থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের গণহত্যায় জড়িত সকল আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনতে হবে।
৩. শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা এই সরকারকে দিতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হুদা বলেন, বিকাল তিনটার মধ্যে উপদেষ্টা পরিষদের কোন সদস্য যদি আমাদের সঙ্গে দেখা না করেন, তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাবো। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের স্মারকলিপি দিতে বলেছেন। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, উপদেষ্টা পরিষদের যেকোনও সদস্য এসে বিকাল তিনটার মধ্যে আমাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি গ্রহণ করতে হবে। তাছাড়া আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই অবস্থান করবো।