দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ‘তোমার চোখে সাতক্ষীরার জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

22

সাতক্ষীরা প্রতিনিধি : বৈষম্যবিরোধী চেতনায় ঐক্যবদ্ধ জুলাইয়ের শহীদদের স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের আব্দুর রাজ্জাক পার্কের পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় নির্বাহী সংগঠক মাসুদুজ্জামান,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাবেক আহবায়ক আরাফাত হোসেন, জুলাই যোদ্ধা আবু সাঈদ, পলাশ হোসেন, আহত যোদ্ধা জিল্লুর রহমান ।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সাতক্ষীরা জেলার প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, রাদিত হাসান, মুজাহিদ বিন ফিরোজ, বখতিয়ার হোসেন, আল আমিন ইসলাম, রবিউল ইসলাম খান্নাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সাতক্ষীরার জুলাই আন্দোলন কেবল একটি সময়ের ঘটনা নয়, বরং এটি বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তারা শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে নিয়মিতভাবে এমন কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.