দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন

28

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার প্রেসক্লাব বেনাপোলের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ এবং দিনকালের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা দিকে শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান।

মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো অভিযোগকে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের সম্পাদক ও সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, সহ-সভাপতি জামাল হোসেন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহম্মদ আলী শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলের উপর নির্যাতনের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মনিরের মুক্তি দাবি করছেন।

Leave A Reply

Your email address will not be published.