পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্বপাড়া বটলতা পূজামণ্ডপে প্রতিমার পোশাক নষ্ট ও ক্ষত করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ২.৩০ টার পরে এ ঘটনা ঘটে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী, আনসার বাহিনীর জেলা,উপজেলা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পূজামণ্ডপের উপদেষ্টা বলাই দাস জানান, সকালে স্কুলে যাওয়ার পথে একটি ছেলে মণ্ডপে গিয়ে দেখতে পায় প্রতিমার বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয়েছে।
পরে সে বিষয়টি সবাইকে জানায়। পূজামণ্ডপের সভাপতি বলয় দাস বলেন, বৃষ্টির কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। কোনো প্রহরীও ছিল না। ধারণা করা হচ্ছে, প্রতিমার গায়ে স্বর্ণালংকার রয়েছে এমন গুজব শুনে দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে আসল স্বর্ণালংকার নেই বুঝতে পেরে প্রতিমার ক্ষতিসাধন করে চলে যায়। তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি অপ্রকৃতস্থ ব্যক্তির( পাগল) কাজ বলে প্রাথমিকভাবে জানা যায়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার ঘটনাস্থল ঘুরে দেখেন এবং পূজামণ্ডপের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। আজ থেকে পূজামণ্ডপে আনসার বাহিনী সার্বক্ষনিক ভাবে নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে।