বটিয়াঘাটা প্রতিনিধি:বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শারদীয়া দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।
সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ,সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,ঈউপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় , পূজা উদযাপন পরিষদ নেতা রামপ্রসাদ রায়,বিদ্যুৎ রায়,অলোক মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অবঃ অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু ইউসুফ, বিএনপির উপজেলা আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু,আসলাম হালদার, পার্থ রায় মিঠু, মোঃ কবির হোসেন সহ ১০৮ টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ।