দৈনিক খুলনা
The news is by your side.

এজেন্ট ব্যাংকের ক্ষতিগ্রস্ত আমানত কারীদের টাকা আদায়ের দাবীতে প্রতিবাদ সমাবেশ

তিন মাসের আল্টিমেটাম, ডাচ বাংলা ব্যাংক টাকা নাদিলে ব্যাংকের সন্মুখে আত্মাহুতির ঘোষনা।

41

খুলনা মহানগরীর খানজাহানআলী থানার শিরেমনি বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের রাখালী শাখার ৪ কোটি টাকা আত্মসাত কারী প্রতারক দলের সদস্যদের গ্রেফতার পূর্বক আমানত কারীদের টাকা ফেরতের দাবীতে ২৩ শেখ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ভুক্তভোগীদের একসমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে বক্তারা ব্যাংক কর্তৃপক্ষের নিকট আমানতের টাকা ফেরত চেয়ে ও প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। টাকা আত্মসাত কারীদের অন্যতম হোতা শেখ মিরাজুল ইসলাম গ্রেপ্তার এব পর খানজাহানআলী থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর দিকে আমানতকারীরা ৩ মাসের আল্টিমেটাম দিয়েছে। ডাচ বাংলা এজেন্ট ব্যাংক খুলনা অফিস ঘেরাও করবেন এবং আমানতের টাকা ফেরত না দিলে আগামী জানুয়ারী মাসে শিরোমনি এজেন্ট ব্যাংকের সন্মুখে জীবন আত্মহুতি দিবেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.