দৈনিক খুলনা
The news is by your side.

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা

29

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা ও বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের মুবাল্লিগ শায়খ হিকমাতুল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মাওলানা রফিকুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা ও যশোর অঞ্চল পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল ফারুক।

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার খুলনা জোন প্রধান আখম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেয মাওলানা আব্দুল মমিন।

অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার খুলনা শাখার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল কাফী।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা যশোর ও বরিশাল অঞ্চলসমূহের শাখা প্রধান, শাখা সহকারীসহ অন্যান্য দায়িত্বশীল ও ওস্তাদবৃন্দ।

আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.