পাটকেলঘাটা প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে তালার মদনপুর বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
জামায়াতে ইসলামী ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের আমীর জনাব আব্দুল হালিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আহমাদুল্লাহর সঞ্চালনায়
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন ও তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে । এ সময় তারা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।