দৈনিক খুলনা
The news is by your side.

সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা,

বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট

6

এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে :সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা একটি থানা প্রতিষ্ঠার। এ অঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত সেবা পাওয়া যেত না। ফলে ছোটখাটো অপরাধ থেকে শুরু করে বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসতে সময় লাগত।

সূত্রে জানা যায়,তবে ২০০৫ সালে এ সমস্যার সমাধান আসে। সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের উদ্যোগে পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টার ফলেই এ থানার অনুমোদন পাওয়া সম্ভব হয়।

২০০৫ সালের ১৩ ডিসেম্বর পাটকেলঘাটা থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। উদ্বোধনের পর থেকেই এ থানা তালা ও কলারোয়া উপজেলার মানুষের জন্য আইন-শৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান ভরসাস্থল হয়ে ওঠে। থানা প্রতিষ্ঠার মাধ্যমে লাখো মানুষের জীবনে আসে নিরাপত্তার আশ্বাস এবং বদলে যায় পুরো অঞ্চলের সামাজিক পরিবেশ।

পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠায় স্থানীয়দের জন্য যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং জনগণের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে জানিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘থানা প্রতিষ্ঠার আগে আমাদের যেকোনো সমস্যার সমাধানের জন্য তালা থানায় যেতে যেতে হতো। এখন নিজেদের এলাকায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর সেবা পাওয়া যাচ্ছে।’

একই অনুভূতি ব্যক্ত করে শিক্ষক সেলিনা খাতুন বলেন, ‘থানা প্রতিষ্ঠার ফলে এলাকার নারী ও শিক্ষার্থীরা অনেকটা নিশ্চিন্ত হয়ে চলাফেরা করতে পারছে। আগের মতো ভয়ের পরিবেশ আর নেই।’

পাটকেলঘটা বাজারের ব্যবসায়ী মহসিন আলী বলেন, থানা প্রতিষ্ঠার আগে চুরি-ডাকাতির ভয় ছিল সবসময়। এখন পুলিশি টহল বাড়ায় মাঠে-ঘাটে এবং বাজারে আমরা নিরাপদে কাজ করতে পারছি। ফলে পাটকেলঘাটা বাজারে ব্যবসায় এসেছে সুদূর প্রসারী পরিবর্তন।

পাটকেলঘাটা বাজারের আর এক ব্যবসায়ী ভবতোষ মন্ডল বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি থানার উপস্থিতি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকেও ত্বরান্বিত করেছে। ব্যবসা-বাণিজ্য বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসেছে স্থিতিশীলতা এবং মানুষের মধ্যে নিরাপত্তার বোধ জন্মেছে।’

কুমিরা এলাকার বিশিষ্ঠ সমাজসেবক ইলিয়াস হোসেন বলেন, ‘পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠার এ উদ্যোগের জন্য স্থানীয়রা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে। তাদের বিশ্বাস, একজন দূরদর্শী নেতা হিসেবেই তিনি এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পথ সুগম করেছিলেন।

নগরঘাটা এলাকার কলেজ ছাত্র আবু মুসা বলেন, পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠার পর এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমে যায়। নারী, শিশু ও শিক্ষার্থীরা আরও নিরাপদ পরিবেশে চলাফেরা করার সুযোগ পায়। ব্যবসা-বাণিজ্য বাড়ে, কৃষি কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়। এছাড়া আগে দূরে যেতে হতো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে, এখন তা স্থানীয়ভাবে সম্ভব হচ্ছে। এই পাট কেলঘাটা থানা এলাকার মানুষের প্রাণের দাবি ,যখন পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রটি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সময় থানা রূপান্তরিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিনি এমপি নির্বাচিত হলে তার কাছে এলাকার মানুষের উপজেলা রূপান্তর করার গন দাবি তুলেছেন। পাটকেলঘাটা থানার বর্তমান ২০২৫ সালে অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন মোঃ শাহিনুর রহমান ।এর আগেও প্রায় ২৪ জন অফিসার ইনচাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন ।তবে প্রথম উদ্বোধনের সময় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আযম খান।

স্থানীয় মানুষের দাবি, যেভাবে হাবিবুল ইসলাম হাবিব এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করে ইতিহাস গড়েছেন, তেমনি আগামী দিনেও উন্নয়ন ও নিরাপত্তার ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আবারো সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা।

Leave A Reply

Your email address will not be published.