দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

108

ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুল, ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টম্বর), ২০২৫ সালের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হেড অব টেকনিক্যাল স্কুল, জি. এম. হারুনুর রশীদের সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৯ম (আইওটি) শ্রেণীর শিক্ষার্থী আফিফা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, ‘‘বাংলাদেশসহ বিশ্বে প্রযুক্তি ও কারিগরী শিক্ষার গুরুত্ব অপরিসীম। আইএলও এর তথ্যমতে, আগামী এক দশকে প্রায় ৪০ মিলিয়ন তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করবে। সুতরাং দক্ষতা অর্জন ছাড়া বিশ্বের সাথে তাল মেলানো সম্ভব হবে না।’’ তিনি আরও বলেন, ‘‘এ লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ খুলনাতে একটি পলিটেকনিক ইন্সটিটিউট চালু করেছে, যেখানে নামমাত্র খরচে চার বছর মেয়াদী কোর্স, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ইন্জিনিয়ারিং বিষয়ে ছাত্র/ছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।’’

প্রধান অতিথি মো. আব্দুল মমিন তার বক্তব্যে বলেন, ‘‘প্রত্যন্ত গ্রামে বসে মানুষ এগিয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে শহরে বসেও কেউ ভালো করছে না। কারিগরী শিক্ষা গ্রহণের মাধ্যমে চাকরি অথবা উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশে একটি মাত্র সম্পদ আছে, সেটি হলো মেধা। বিগত বছরগুলোতে পরীক্ষার ফলাফল বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়েছে এবং বর্তমানে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে।’’ তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ‘‘কারিগরী শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে কারিগরী শিক্ষার মান বাড়াতে হবে, যে কাজটি ইউসেপ দীর্ঘদিন ধরে করে আসছে।’’ তিনি শিক্ষার্থীদের ইউসেপ বাংলাদেশ এর প্রতিষ্ঠানগুলোতে এসে কারিগরী শিক্ষা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুল ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পরপর তিন বছর এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় শতভাগ (১০০%) পাশের কৃতিত্ব অর্জন করেছে, যা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের প্রমাণ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এই ধরনের উৎসাহমূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।Js

Leave A Reply

Your email address will not be published.