এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে :তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।তালা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ ( ওসি) শাহীনুর রহমান, উপজেলা বিএনপি ও পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন মজুমদার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস. এম. লিয়াকত হোসেন ও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ স্থানীয় সমস্যাবলি তুলে ধরে সমাধানের প্রস্তাবনা দেন।
অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে সফল ও উৎসবমুখর করতে তালা উপজেলার ১৯৬টি পূজামণ্ডপের অনুকূলে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।