পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটার সুরুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে পুটিয়াখালী মল্লিকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক ধর্মীয় পরিবেশে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সন্ধ্যার পর অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আহসান হাবিব।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজহারুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাওলানা রেজাউল করিম। এছাড়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা,মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা মুসলমানদের জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।