যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (স্কুল এন্ড কলেজ) একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আবু সরাফ সাদেক অডিটোরিয়ামে এইচ এস সি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহ অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। প্রভাষক আলাউদ্দিন আলা।আরোও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবুল বাসেত, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,জামশেদ আলী,হাবিবুর রহমান,মাহবুবুর রহমান টুলু প্রমুখ।