দৈনিক খুলনা
The news is by your side.

জাকসুতে ভিপি জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

14

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে চমক দেখিয়ে সহ-সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম।

শুধু তাই নয়, এজিএস (পুরুষ) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম এবং সদস্য লুৎফুল এলাহী ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও নির্বাচন সংশ্লিষ্টরা।

ভিপি পদে বিজয়ী আব্দুর রশিদ জিতু ছিলেন ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহ্বায়ক। এক সময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও কোটা সংস্কার আন্দোলনের সময়ই প্রথমবারের মতো আঘাত পান ছাত্রলীগের হাতেই। সেই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৫ আগস্ট পর্যন্ত নেতৃত্ব দেন, পরে সেখান থেকে সরে এসে নতুন প্ল্যাটফর্ম ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ গড়ে তোলেন এবং বিভিন্ন সময় ক্যাম্পাসে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন।

অন্যদিকে, জিএস মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনের ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোট চলে নির্ধারিত সময়ে। ভোট শেষে প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্স সরিয়ে সিনেট ভবনে আনা হয়, আর রাত ১০টার পর থেকে শুরু হয় গণনা। প্রায় ৪৮ ঘণ্টা পর নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। মোট ভোটগ্রহণের হার ছিল প্রায় ৬৮ শতাংশ।

অন্যান্য পদে জয়ীরা হলেন- পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান, খাদ্যনিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক, সহ-সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আকতার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম।

কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী তিনজন হলেন- কার্যকরী সদস্য (নারী) পদে নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।

কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয়ীরা হলেন- মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা ও তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.