শিক্ষার মানোন্নয়নে পাটকেলঘাটায় মতবিনিময় সভায়, প্রধান অতিথি বি এন পির কেন্দ্রীয় নেতা __হাবিবুল ইসলাম হাবিব
পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলায় “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলার ১৩টি কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মিসেস লুৎফর আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেহেনা খানম, শিক্ষানুরাগী মিনাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার পরিবারে অধিকাংশই শিক্ষক পেশায় নিয়োজিত। তাই নিজেকে আমি শিক্ষক পরিবারের সন্তান হিসেবে গর্ব করি। শিক্ষকরা একজন মোমবাতির মতো, যারা নিজে জ্বলে আলোকিত করেন ঘর থেকে ঘরে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, তারাই আমাদের গুরুজন। তাদের হাত ধরেই আমরা সুশিক্ষিত হয়েছি। তাই জীবনের সবক্ষেত্রে আমরা শিক্ষকদের সম্মান জানাবো এবং বিপদে-আপদে তাদের পাশে থাকবো।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সুদৃঢ়করণ এবং আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।