জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দীর্ঘ প্রক্রিয়ায় কয়েকজন শিক্ষকমণ্ডলীর ‘অসুস্থ হয়ে পড়ার’ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তবে পরিস্থিতি বিবেচনায় চিকিৎসার প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “গতকাল একজন সম্মানিত ম্যাডাম মারা গেছেন। আজকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। এজন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের মেডিকেল সেন্টার থেকে ডাক্তার দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা ভালো আছেন।”
ভোট গণনার কাজ চালিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তিনি জানান, “অসুস্থ শিক্ষকমণ্ডলীর পরিবর্তে অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদেরকে কাজে নিয়োগ করা হয়েছে, তারা কাজ চালিয়ে যাচ্ছেন।”
নির্বাচন কমিশনের অন্য সদস্য অধ্যাপক লুৎফুল এলাহীর আশাবাদের কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আশা করি সন্ধ্যা সাতটার মধ্যে আমরা ফলাফল তৈরি করে ঘোষণা করতে পারব।” ভোট গণনায় দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে তিনি কিছু অভিজ্ঞতার ঘাটতি এবং মেশিনে ভোট গণনা না করার বিষয়টি উল্লেখ করেন।
এদিকে ভোট গণনার কাজে যোগ দিতে গিয়ে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। পরে তিনি বিদেশে চলে যান।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর প্রায় ৪২ ঘণ্টা পেরিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টার মধ্যে অধিকাংশ হলে শেষ হলেও কিছু হলে দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত স্থায়ী হয়। রাত ১০টার পরে সিনেট ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।
মধ্যপথে প্রশাসনের সিদ্ধান্ত বদলের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। জামায়াত সংশ্লিষ্ট এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে কমিশন ভোট গণনার কাজ মেশিনের বদলে হাতে করার সিদ্ধান্ত নেয়। এতে করে ভোট গণনা বেশ সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। শুক্রবার বিকেলে একজন রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, প্রায় ৮ হাজার ভোটার ভোট দিয়েছেন এবং কেন্দ্রীয় সংসদের জন্য তিনটি করে ব্যালট গুনতে হবে। এর ফলে প্রায় ২৪ হাজার ব্যালট গণনা করতে হচ্ছে।AJ