দৈনিক খুলনা
The news is by your side.

বিনা পাশে সুন্দরবনে প্রবেশ, ৩ জেলে কারাগারে

20

কয়রা(খুলনা)প্রতিনিধি :বিনাপাশে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করে করাগারে পাঠিয়েছে বন বিভাগের সদস্যরা

রবিবার (৭সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবনের কোবদক ফরেষ্ট ষ্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২) আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মোঃ ঈসা (৪২)।

কোবাদক ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিন টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই, এসময় দ্রূত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাশ)দেখতে চাইলে তারা কোন কিছু দেখাতে না পারায় তাদের আটক করি। তারা শ্যামনগরের গাবুরার দূর্ধর্ণ চাঁদাবাজ নূর মোহাম্মাদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সময়ে ইচ্ছেমত বনে প্রবেশ করত বলে তিনি যানা।

তিনি আরও বলেন, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এবং জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত আছে।

Leave A Reply

Your email address will not be published.