দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ

32

কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাচারই গ্রামে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।

বক্তব্য রাখের উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, যশোর জেলা মহিলা দলের যুগ্মসম্পাদক নাজমা সুলতানা, বিএনপি নেতা মোন্তাজ আলি ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নারীদের প্রিয়নেত্রী রেহেনা আজাদ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিসহ মহিলা সমাবেশে মানুষের ঢল নামছে। যেখানে নারী সমাবেশ আহবান করা হচ্ছে সেখানেই শতশত মহিলাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

এটা দেখে একটি রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে।  তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করছেন। কিন্তু এদেশের মানুষ তা হতে দেবেনা। বিএনপি নির্বাচন মুখি দল আগামী নির্বাচনে দল অংশ নিবে।

সাবেক তিন বারের সফল প্রধান মন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে দল আজ সু-সংঘষ্ঠিত। তাদের ওই ষড়যন্ত্র বিএনপিসহ জনগন মেনে নেবেনা।

তাই আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল একক ভাবে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষনা করেছেন। এতে নারীদের কর্মসংস্থানের বেশী গুরুত্ব দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লাখ নারীর কর্মস্থান হবে। সমাজে নারীরা এগিয়ে যাবে। তাই তিনি উপস্থিত সকল নারীদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.