মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহটের মোরেলগঞ্জে ৪৭ পাউন্ডের কেক কেটে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ৯ টার দিকে বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
বেলা ১১ টার দিকে পৌর পার্কে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ৪৭ পাউন্ডের কেক কাটেন কাজী শিপন।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মহিলাদল সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা শিল্পী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।