দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির আগামী সম্মেলন কে ঘিরে মতবিনিময় সভা

17

পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটার যুবদলের নির্দিষ্ট কার্যালয় আগামী সরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন কে ঘিরে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রাত সাড়ে ৮ টায়। যুবদলের নিজস্ব কার্যালয় সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী হোসেন। সদস্য সচিব আবীর হাসান, বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্ত,পাটকেলঘাটা হারুন অর _রশি ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আদনান হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন সাধারণ সম্পাদক তুহিন হোসেন, তালা উপজেলা তাঁতি দলের সভাপতি গোলাম মোস্তফা, শুনলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সানজিদুল হক ইমন, প্রমূখ। মত বিনিময় সভায় বক্তারা বলেন আগামী সম্মেলনে যারা ত্যাগী পরীক্ষিত সেই সকল নেতাকর্মীদের যথাযথ স্থানে ও সম্মানজনক অবস্থানে পদ পায় সে ব্যবস্থা করার জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সরকার গঠন করতে পারে তার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.