দৈনিক খুলনা
The news is by your side.

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ সমাবেশ

9

সাতক্ষীরা প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের নিউ মার্কেট মোড় শহীদ স. ম. আলাউদ্দীন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে জুলাই আন্দোলনের সাতক্ষীরার প্রথম সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, জুলাই আন্দোলনের মহানায়ক নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলা হয়েছে। আমরা সাতক্ষীরাবাসী দলমত নির্বিশেষে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যদি জুলাই অভ্যুত্থানের কোনো নায়ক বা সহযোদ্ধার ওপর কুনজর দেওয়া হয়, আমরা কঠোর প্রতিকার নেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বখতিয়ার হোসেন বলেন, দেশকে স্থিতিশীল করতে হলে নতুন সংবিধান দরকার। ৭২ সালের সংবিধান যতদিন থাকবে, ততদিন অপকর্ম চলতেই থাকবে। গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবিতে আমরা রাজপথে থাকব।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন ও সংগঠক মুসানুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.