কেশবপুর প্রতিনিধি :যশোরের কেশবপুরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করছিলেন মঙ্গলকোট গ্রামের রবিউল ইসলাম।
সম্প্রতি তার ভ্যান চুরি হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন তা নজরে নেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রবিউল ইসলামকে ইউএনও অফিসে ডেকে নেয়া হয়। এসময় তাকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান প্রদান করা হয়। নতুন ভ্যান হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন রবিউল ইসলাম।
এ বিষয়ে ইউএনও বলেন,মানুষের কষ্টের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করি নতুন ভ্যানটি রবিউলের জীবিকা নির্বাহে সহায়ক হবে।