দৈনিক খুলনা
The news is by your side.

তানযীমুল উম্মাহ মাদরাসা, খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

39

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আধুনিক জ্ঞানের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একজন শিক্ষার্থীই হয়ে উঠতে পারে সমাজের প্রকৃত সম্পদ। তানযীমুল উম্মাহ মাদরাসা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আ খ ম মাসুম বিল্লাহ, ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আব্দুল্লাহ আল ফারুক, ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এবং নাজমুস সউদ, অধ্যক্ষ, তালীমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসা, খুলনা। এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা-৪।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মীম আতিকুল্লাহ, ভাইস চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর না হয়ে নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। এর মধ্যে ছিল হামদ-নাত, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গান, কাওয়ালী এবং জুলাই বিপ্লবভিত্তিক গান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীসহ সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অতিথিদের বক্তব্য ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

Leave A Reply

Your email address will not be published.