দৈনিক খুলনা
The news is by your side.

যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনের সীমান অপরিবর্তিত রাখার দাবীতে মানববন্ধন

সংসদীয় আসন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

77

কেশবপুর (যশোর) প্রতিনিধি:৯০, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারীর প্রমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধ ও জেলা নির্বাচন কমিশনার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

রবিবার (২৪ আগষ্ট) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতশত মানুষ অংশ নেয়। এর পূর্বে উপজেলা বিএনপির সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মিরা মিছিল সহকারে একই দাবীতে যশোর জেলা নির্বাচন কমিশনার বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহসভাপতি। প্রভাষক আলা উদ্দীন আলা, আব্দুল খালেক, যুগ্মসম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হুমায়ুন কবির সুমনসহ সকল নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর-৬ কেশবপুর আসন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা এবং কেশবপুরের সংসদীয় আসন নিয়ে যড়যন্ত্র কারীদের কোন ষড়যন্ত্র মানা হবে না বলে জানান। তারা আরও বলেন, যশোরের ৬টি সংসদীয় আসন নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এই ষড়যন্ত্রে নির্বাচন কমিশন শামিল হলে এব্যাপারে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে ঘোষণা দেন বক্তারা ।

Leave A Reply

Your email address will not be published.