দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরার দেবহাটার সন্তান শামীম হোসেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী

18

সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কৃতি সন্তান শামীম হোসেন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের পক্ষে কথা বলার লক্ষ্য নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

শামীম হোসেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের সন্তান। তিনি আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতকোত্তর (এমএ) প্রথম বর্ষে অধ্যয়নরত।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কারণ ব্যাখ্যা করে শামীম হোসেন বলেন, “নির্দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষার্থীরা মুখিয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ মঞ্চে কাজ করার সুবাদে শিক্ষার্থীদের নিয়ে আমার কাজ করার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই শিক্ষার্থীদের পালসকে প্রাধান্য দিয়ে আমি আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থী প্রতিনিধি দরকার। যিনি ছাত্রদের জন্য কথা বলবেন, শিক্ষার্থী ভয়েস হিসেবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবেন। এখন আমি যদি কোনো প্যানেল থেকে প্রতিনিধিত্ব করি, তখন বিষয়টি এমন দেখাবে যে, আমি তো তাদেরই নেতা এবং অমুক ব্যক্তির আদর্শ প্রচার করি। আমার তো এমন কোনো আদর্শ নেই। আমার আদর্শ একটাই, যখন আমার কোনো ছোট ভাই-বোনেরা কোনো অসুবিধার সম্মুখীন হবে তখন তাদের সেই ভয়েসটা রেইজ করার জায়গা তৈরি করে দেব এবং সেই ভয়েসটি হব আমি।”

শামীম হোসেনের এই সাহসী পদক্ষেপে তার এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার জন্য দোয়া ও সমর্থন চেয়েছেন, যাতে তিনি নির্বাচনে জয়লাভ করে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.