পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।।তালা সমাজ বা রাষ্ট্রের ভবিষ্যৎ। একটি সুন্দর রাষ্ট্র গঠন নেই আজকের শিশু আগামী দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে পাটকেলঘাটা বাজারের ধান্যচত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।
পাটকেলঘাটা থানা পুলিশি বীট কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন— ব্যবসায়ী আব্দুল লতিফ, আব্দুস সোবহান, বিএনপি নেতা আলী হোসেন ও হাফিজুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আব্দুল্লাহ হালিম ব্যবসায়ী মকবুল হোসেন বলেছেন।
বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া আজ সমাজ ও যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও জানান, এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিটি মহল্লা, গ্রাম ও বাজার পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভা শেষে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।