দৈনিক খুলনা
The news is by your side.

তালা উপজেলা প্রশাসনের অভিযানে খালে নেটপাটা অপসারণ

নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল পুড়িয়ে ধ্বংস

63

এম এম জামান মনি পাটকেলঘাটা:তালা উপজেলার খাল ও জলাশয়ে অভিযান চালিয়ে নেটপাটা অপসারণ সহ বিপুল পরিমাণ চায়না ম্যাজিক জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে,১৯ আগস্ট, মঙ্গলবার উপজেলার গোপালপুর খাল ও সংযুক্ত নওয়াপাড়া বিল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০টি স্থান থেকে নেট পাটা , চায়না ম্যাজিক জালের ফাঁদ অপসারণ করা হয়।

পরে নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল এনে উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম। এসময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ জানান,পানি নিষ্কাশনের খালগুলো উন্মুক্ত হলে জলাবদ্ধতা কিছুটা হলেও লাঘব হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম জানান, দীর্ঘদিন ধরে এসব খালে অবৈধ নেটপাটা ও নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত করছে কিছু দুষ্ট চক্র। এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও বিচরণে বাধাগ্রস্ত হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

Leave A Reply

Your email address will not be published.