দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১২জন ইউপি সদস্যের আবেদন

84

যশোরের কেশবপুর উপজেলা ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্টাক্টর মাঃ সাইদুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ করেছেন ওই পরিষদের ১২জন ইউপি সদস্য।

 

 

রবিবার (১০ আগষ্ট) বেলা ১ টার দিকে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুল ইসলামসহ ১২ ইউপি মেম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্টাক্টর মোঃ সাইদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন করেছেন। এসময় উপজেলা নির্বাহীঅফিসার অফিসে না থাকায় তার পক্ষে আবেদনটি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিষদের উন্নয়ন তহবিল থেকে তিনি ৭০ হাজার টাকা আত্মসাৎ

 

 

, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১০% চাঁদা দাবী, আম বিক্রয় থেকে ২০ হাজার টাকা আত্মসাৎ, ভিজিএফের চাউল আত্মসাত, ভি ডব্লউ এফ’র চাল গ্রহনসহ নিম্ন মানের সামগ্রী বিতরণ করে অর্থ আত্মসাত ও ইউপি সদস্যসহ পরিষদে সেবা নিতে আসা মানুষের সাথে দু’ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে এব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী জানিয়েছেন। আবেদনে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য, আসাদুজ্জামান, মোঃ জিয়ামত আলি, নুরুল ইসলাম, মোঃ আব্দুল্যা আল মামুন, মোঃ মিজানুর রহমান, হুমায়ুন কবির টিনু, শেখ আব্দুর সবুর, শ্রী সুভাশ দেবনাথ, মোছাঃ সরিফা খাতুন, মোছাঃ মুক্তা বেগম ও মোছাঃ হাসিনা খাতুন।

 

উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সাগদাঁড়ি ইউনিয়ন পরিসদের প্রশাসকের বিরুদ্ধে ওই পরিষদের ১২ জন ইউপি সদস্য একটি অভিযোগ করেছেন বলে জানান।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্টাক্টর মোঃ সাইদুল হক বলেন, তার বিরুদ্ধে ইউপি সদস্যরা যেসব অভিযোগ করেছেন তা সঠিক না।

Leave A Reply

Your email address will not be published.