গতকাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে বড় সুখবর। এক ঝটকায় ২৪ ধাপ উন্নতি করে অবস্থান করেছে ১০৪ নম্বরে। একই সঙ্গে পূর্ব তিমুরের সঙ্গে ব্যবধানও বেড়েছে ৫৩ ধাপ। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্ত অবস্থান ধরে রাখতে আজ বাংলাদেশের জন্য বড় জয়ের বিকল্প ছিল না। এবং মেয়েরা সেই প্রত্যাশা পূরণ করে দুর্দান্ত খেলায় পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে, যেখানে তৃষ্ণা রানী করেছেন হ্যাটট্রিক।
লাওসের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তিমুর গোলরক্ষক হালিনা মার্চি ৫ মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শট রুখে দেন। ৮ মিনিটে স্বপ্নার ফ্রি-কিক থেকে তৃষ্ণা ও নবীরণের সামনে গোল করার সুযোগ আসলেও কেউই বল ছুঁতে পারেননি। পাল্টা আক্রমণে পূর্ব তিমুরের এমিলি রুতকোস্কি মাঝমাঠ থেকে এগিয়ে আসেন, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের সজাগতায় গোল হজম থেকে রক্ষা পায় দল।
খানিকটা অগোছালো ফুটবলে বাংলাদেশের ছন্দ খানিকটা ভেঙে পড়লেও পূর্ব তিমুরের আক্রমণগুলো সাফল্য পায়নি। ১৯ মিনিটে শান্তি মার্দির শটও রুখে দেন হালিনা। এরপর ২০ মিনিটে স্বপ্নার কর্নার থেকে দুর্দান্ত একটি হেডে সিনহা জাহান শিখা বাংলাদেশের জন্য প্রথম গোলের সূত্রপাত করেন।
৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁসফাঁস করছিলেন খেলোয়াড়রা, তাই এক অর্ধে দুবার কুলিং ব্রেক নিতে হয়। এরপর বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে ওঠে। ৩২ মিনিটে শান্তি কর্নার থেকে সরাসরি বাঁকানো শটে ‘অলিম্পিক গোল’ করেন, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিরল এক ঘটনা।
৩৬ মিনিটে আবারও কর্নার থেকে নবীরণ খাতুন মাথায় বল ছুঁয়ে দলের তৃতীয় গোল করেন। বিরতির আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শিখার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সহজেই জালে বল পাঠান।
বিরতির পর বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। ৫৭ মিনিটে তৃষ্ণা তার দ্বিতীয় গোল করেন জয়নব বিবি রিতার ক্রস থেকে আসা ফিরতি বলে। ৭৩ মিনিটে মোসাম্মৎ সাগরিকা একক দৌড়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন। ৮২ মিনিটে বক্সে ঢুকে তাঁর পাস থেকে তৃষ্ণা হ্যাটট্রিক পূর্ণ করেন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্বপ্নার ফ্রি-কিক ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করার কাছাকাছি ছিল, কিন্তু তিমুর গোলরক্ষক বল লুফে নেন। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে মুনকি আক্তার দলের শেষ গোলটি করেন।
এই বড় জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল। আগামী ১০ আগস্ট তারা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।