দৈনিক খুলনা
The news is by your side.

বেলুচিস্তানে তিন সপ্তাহ মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা

37

পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসের কারণে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে। দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কমপক্ষে তিন সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বেলুচিস্তান, যা আয়তনের দিক থেকে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ, জনসংখ্যার হিসেবে সবচেয়ে কমবসতি ও পিছিয়ে থাকা অঞ্চল। প্রায় ৩ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত এ রাজ্যে মোট জনসংখ্যা মাত্র সাড়ে এক কোটি। পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি।

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশ থেকে স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে, যা পাকিস্তানের কেন্দ্র ও সামরিক বাহিনী বিচ্ছিন্নতাবাদ বলে অভিহিত করে। এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষ নিয়মিত ঘটনা।

বেলুচিস্তানের মাটি খনিজ সম্পদে ধনী। ইসলামাবাদ ও তার ঘনিষ্ঠ মিত্র চীন যৌথভাবে এই সম্পদ আহরণ করে আসছে। কিন্তু বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা দাবি করে, ইসলামাবাদ ও বেইজিং এই সম্পদ লুটপাট করছে, অথচ বেলুচিস্তানের উন্নয়ন হচ্ছে না।

রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্র ও প্রাদেশিক সরকারের কাছে খনিজ বিক্রয় থেকে আয়ের একটি অংশ দাবি করেছিল। দাবি অগ্রাহ্য হওয়ায় তারা সাম্প্রতিক সময়ে সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ হলো বিচ্ছিন্নতাবাদীরা এই সেবা নিজেদের মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময়ের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের এক সূত্র জানিয়েছে, বেলুচিস্তানে বোমা হামলায় এক সেনা কর্মকর্তা ও দু’জন সেনা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) নামক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এই হামলার পরই মোবাইল নেটওয়ার্ক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.