দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা-রামপাল সংসদীয় বাগেরহাট-৩ আসনটি পৃথক করার প্রতিবাদের বিক্ষোভ

বন্দরের কাজ বন্ধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী

81

মোংলা প্রতিনিধি:সংসদীয় বাগেরহগাট-৩ মোংলা-রামপাল আনটিকে পৃথক করার প্রস্তাবে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে মোংলাবাসী। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় মোংলা রাজনৈতিক দল বিএনপির ব্যানারে মোংলার সর্বস্তরের জনগণের পৌর চত্তর থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে একপ্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রনহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির উদ্দিন, চাদঁপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রুস্তুম আলী, সুব্রত মজুমদার ছাড়াও রাজনৈতিক দল বিএনপি নেতৃবৃন্দ সহ মোংলা বিভিন্নস্তরের মানুষ এসময় বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, বাগেরহাট জেলা নির্বাচন কমিশনের তত্বাবধানে বাগেরহাট জেলায় মোট চারটি আসন ছিল। তার মধ্য থেকে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রস্তাবনা করেন বর্তমান নির্বাচন কমিশন। তাই এ সিদ্ধান্তের প্রতিবাদে মোংলায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বক্তারা আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি গভীর ষড়যন্ত্র। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভাংচাল করার পায়তারা করছে বলে দাবী বিক্ষোভকারীদের। তবে নির্বাচন কমিশন বাগেরহাটের এ চারটি আসন পুনর্বহাল না করলে জেলার সব কটি উপজেলা মিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দরা।
সমাবেশ শেষে নেতৃবৃন্দরা নির্বাচন কমিশনের প্রস্তাব দ্রুত প্রত্যাখ্যান করে বাগেরহাট জেলার চারটি আসনই পুর্ন বহাল রাখার দাবি জানান।
উল্লেখ্য, জাতীয় সংসদীয় আসন সীমানা পুর্ননিধারণের অংশ হিসেবে প্রস্তাবনা দিয়েছেন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) করা হয়েছে।
যা কখনই মেনে নেয়া হবেনা বলে দাবী বিএনপি নেতৃবৃন্দের।

 

Leave A Reply

Your email address will not be published.