দৈনিক খুলনা
The news is by your side.

খুকৃবিতে ভেটেরিনারি হাসপাতাল উদ্বোধনে খুললো প্রাণিসেবার নতুন দ্বার

48

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের(খুকৃবি) দৌলতপুরস্থ মধ্যপাড়ায় ক্যাম্পাস-১ এ চালু হলো ভেটেরিনারি টিচিং হাসপাতাল। ২৭ জুলাই ২০২৫ রবিবার সকালে খুকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং স্থানীয় খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদানের উদ্দেশ্যে খুকৃবি কর্তৃপক্ষ এ হাসপাতাল স্থাপন করেছে।

এ হাসপাতালে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দ্বারা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী ও পাখির রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে রয়েছে মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনিকোলজি ইউনিট, ওপারেটিং থিয়েটার এবং ডায়াগনস্টিক ল্যাব।

আজ সকাল ১১টায় খুকৃবি’র দৌলতপুরস্থ ক্যাম্পাস-১ এ অনুষ্ঠিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল এ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন ও অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আশিকুল আলম এবং এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ তসলিম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধন পরবর্তী উপাচার্য দোয়া ও ইন্টার্নশীপ অভিজ্ঞতা বিনিময় ও সনদ বিতরন অনুষ্ঠানের এক সেমিনারে যোগদান করেন, সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান বলেন, হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং খুলনা ও এর আশেপাশের এলাকার খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদান এই হাসপাতাল স্থাপনের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। উপাচার্য হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সবাইকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে খুকৃবি’র সুনাম অক্ষণ্ণ রাখার আহবান জানান।

 

Leave A Reply

Your email address will not be published.