দৈনিক খুলনা
The news is by your side.

গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানী করার সুযোগ কাউকে দেওয়া হবেনা: চরমোনাই পীর

17

মোরেলগঞ্জ প্রতিনিধি:চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শতশত মানুষের প্রান ও রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিষ্ট মুক্ত হয়েছে। এ দেশে আর নতুন করে চাঁদাবাজ, লুটকারি, নির্যাতনকারি ও অর্থ পাচারকারিদের স্থান হবেনা। ’২৪ এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানী করার সুযোগ কাউকে দেওয়া হবেনা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ কাপুড়িয়াপট্টিতে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাই পীর এসব কথা বলেন। সমাবেশে হুশিয়ারি উচ্চারণ করে চরমেনাই পীর আরও বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জুলাই বিপ্লবীদের প্রত্যাশা পূরণ করবে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখা এ গণ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ. এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ মাওলণানা আব্দুল মজিদ, বাগেরহাট জেলা উপদেষ্টামাওলানা ওমর ফারুক নুরী, জেলা জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আব্দুল আলীম।

এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা মুজাহিদ কমিটির নেতা মাস্টার হারুনুর রশিদ, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, এনসিপি উপজেলা প্রতিনিধি কে.এম.এস আকিব ও মো. মহিদুল খান মিদুল।

Leave A Reply

Your email address will not be published.