দৈনিক খুলনা
The news is by your side.

মনিরামপুরে শাহিদা সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

36

জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর প্রতিনিধিঃ আজ সকাল ১১-৩০ মিনিটে মনিরামপুরের শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

স্কুল অডিটোরিয়ামে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে ভাল ফলাফল অর্জন করায় স্কুল কতৃপক্ষের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১২ জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসাবে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ বছির উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ মুলক আলোচনা পেশ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ রিপুল কবির।

 

প্রধান অতিথির বক্ত্যব্যে মোঃ রিপুল কবির সকল কৃতি ছাত্রীদের বলেন এস এস সির মত আগামীর সকল পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্বির্ণ হয়ে দেশের গুরুত্বপুর্ণ পদে বসার যোগ্যতা অর্জন এবং সব সময় বইয়ের থাকার পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোঃ কামাল হোসেন।

 

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী, সাংবাদিক, অভিভাবক ও এলাকার সুধিজন।

Leave A Reply

Your email address will not be published.