দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগের পথে বিদায় হবে জামায়াতের’

34

মোরেলগঞ্জ প্রতিনিধি:জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করলেন বিএনপির নেতারা। ‘দেশ বিরোধী শক্তি তথা রাজাকার বলে’ গালি দিতে ছাড় দেননি তারা। এক সময়ের জোট শরীক, সাম্প্রতিক কালের হাসিনা বিরোধী আন্দোলনে কিছুটা পাশাপাশি অবস্থান করলেও দল দুটির মধ্যে সেই সম্পর্ক আর থাকছেনা। কড়া মেজাজে জামায়াতের নেতাকর্মীদেরকে মুখ সামলে কথা বলার জন্য সতর্ক বার্তা দিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল শেষে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। উপজেলা বিএনপির আহŸায়ক শহিদুলহক বাবুল, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, খেলাফত হোসেন খসরু, মাষ্টার আব্দুস সোবাহান, আলী আজিম বাবুল, উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন সমাবেশে বক্তৃতা করেন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বিএনপির ঘাড়ে ভর করে এক সময় দেশে রাজনীতি করেছে। পরে বিএনপির সাথে বেইমানী করে আওয়ামী লীগের সাথে সংসদে গিয়েছে। এখন আবার সেই স্বাধীনতা বিরোধী চক্র সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেশের চালিকা শক্তি হতে চাইছে। এদেশে তা কখনো বাস্তবায়িত হবেনা। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের মত জামায়াতকেও এ দেশ থেকে বিদায় করা হবে।

একই সাথে বিএনপির নেতৃবৃন্দ এনসিপি’র ও সমালোচনা করে বলেন, ‘জুলাই বিপ্লবের মাষ্টার মাইন্ড তারেক রহমান। সেই তারেক রহমান ও বিএনপিকে কটাক্ষ করে কথা বলছে এনসিপির নেতারা। এ ধরণের বক্তব্য থেকে সরে না গেলে এনসিপির পরিনতি হবে ভয়াবহ। বিএনপি কাউকে ছাড় দিবেনা’।

Leave A Reply

Your email address will not be published.