দৈনিক খুলনা
The news is by your side.

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরার খুলনা মোড়ে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

46

সাতক্ষীরা প্রতিনিধি: গোপালগঞ্জে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা খুলনা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা আরাফাত হোসাইন। তিনি বলেন, “আজকে আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ ২৪ সালে হামলা করেছে, আবার ২৫ সালেও এসে একই কায়দায় হামলা চালাচ্ছে। এটি প্রমাণ করে—তারা এই বাংলার জমিনে গণতন্ত্র ও প্রতিবাদ মেনে নিতে চায় না।”

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত এখনই নিতে হবে—আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে কি না। তাদের বিচার হবেই। আজকের দিনে আমাদের মহান জুলাই নেতাদের রক্ত ঝরেছে, গুলি চালানো হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, ছাত্র-জনতার গায়ে হাত দিলে বাংলার মানুষ তা কখনোই মেনে নেবে না।”*

অবস্থানের সময় উপস্থিত আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে একাধিক স্লোগান দিতে থাকেন: “বিপ্লবীদের একশন, ডাইরেক্ট একশন”, “গোপালগঞ্জে হামলা কেন? জবাব দে”, “আমার ভাই আহত কেন? জবাব দে”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” ইত্যাদি।

বিক্ষোভের কারণে খুলনা মোড় এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.