দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে স্বাস্থ্য উপকরণ বিতরণ

69

সোমবার (৭ জুলাই) যশোরের কেশবপুর উপজেলা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ৩০০ এআরভি ভ্যাকসিন ও ৫ হাজার মাক্স প্রদান করেছেন উপজেলা প্রশাসন। গত ৯ মাস কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরহ না থাকায় নিজের উদ্যোগে এআরভিত ভ্যাকসিন সরবরাহ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। গত একমাসে কেশবপুরে কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে ১৮৫ জন নারী ও পুরুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, কেশবপুরে গত একমাসে কুকুরের কামড়ে ৬৩ জন, বিড়ালের কামড়ে ১১৮ ও হনুমানের কামড়ে ৪ জন নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন। কিন্তু গত ৯ মাস যাবত কেশবপুরে এআরভি ভ্যাকসিন সরবরহ বন্ধ থাকায় আক্রান্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এব্যাপারে সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনার ভিত্তিতে  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। এরপর তিনি তার নিজের উদ্যোগে সোমবার সকালে কেশবপুর হাসপাতালে যেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেনের নিকট ৩০০ এআরভি ভ্যাকসিন ও ৫ হাজার মাক্স  হস্তান্তর  করেন।

হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, দীর্ঘ ৯ মাস কেশবপুরে এআরভি ভ্যাকসিন সরবরহ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ভ্যাকসিন প্রদান করায় পশুদ্বারা আক্রান্ত ব্যাক্তিদের সেবা দেয়া সম্ভব হবে। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন  এলাকায় এসময় করোনা ভাইরাস দেখা দিয়েছে। এ থেকে রক্ষা পেতে জনসচেতনার জন্য তিনি আরো ৫ হাজার মাক্স প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ রেকসোনা খাতুন বলেন, কেশবপুরে কুকুর,  বিড়ালে ও হনুমানের কামড়ে আক্রান্ত  পরিবারদের জন্য  ৩ শত এআরভি ভ্যাকসিন সরবরহ করা হয়েছে। এছাড়া করোনার হাত থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন করতে ৫ হাজার মাক্স প্রদান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.