দৈনিক খুলনা
The news is by your side.

শরণখোলায় ১০ ফুট দীর্ঘ অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত

30

বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট দীর্ঘ ও প্রায় ১৫ কেজি ওজনের একটি বিশাল অজগর উদ্ধার করেছে ওয়াইল্ডটিম ও শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম।

আজ সকালে উপজেলার রায়েন্দা এলাকার আজিম জমাদ্দারের বাড়ির জালে আটকা পড়ে সাপটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডটিমের সদস্যরা। পরে অজগরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে বন বিভাগের সহায়তায় অজগরটি শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের সচেতন ও দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

Leave A Reply

Your email address will not be published.