দৈনিক খুলনা
The news is by your side.

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুইজন আটক

123

যশোরের মুরাদগড় বাজার এলাকায় ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক করেছে বিজিবি*

আজ শনিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর থেকে ০২ জন আসামীসহ ৩.০৯৫ কেজি ওজনের ২৩ (তেইশ) টি স্বর্ণের বার এবং ০৩টি মোবাইল আটক করে।

আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর গমন করছিল।

আটক শার্শা উপজেলার শালতা গ্রামের আব্দুল বারী ছেলে আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর, থানার জীবননগর গ্রামের আব্দুল মালেক ছেলে মেহেদী হাসান।

আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪,৫৬,৭২,৯১৫/-(চার কোটি ছাপ্পান্ন লক্ষ বাহাত্তর হাজার নয়শত পনের) টাকা এবং ০৩টি মোবাইলের মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার)
টাকা

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.