দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই বিপ্লব স্মরণে মোরেলগঞ্জে বিএনপির সভা

189

২০২৪ সালের জুলাই বিপ্লব স্মরণে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বণগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহŸায়ক প্রভাষক রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু ও মালয়েশিয়া বিএনপি নেতা মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার।

আলোচনা শেষে বিএনপির নেতৃবৃন্দ বণগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপন করেন।

Leave A Reply

Your email address will not be published.