দৈনিক খুলনা
The news is by your side.

দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র মোকালোয় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাসহ শ্রমিকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে—-মাস্টার শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া অনুষ্ঠান

80

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চলের পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম জুলাই অভ্যুত্থানসহ সকল হত্যাকান্ড ও গুম-খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। ‘বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়।

 

আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই জুলাই এর এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকল কোথায়। আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করবো। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদের মানুষ করবো।

ভাই, এদেশ আমরা একসাথে গড়ি, যে দেশ আমরা একসাথে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সে স্বপ্ন দেখ। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি এদেশের সন্তান। আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছে। আমি তোমারে কষ্ট দেব না। আমরা এক যোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। এ সময় তিনি জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহ্বান জানিয়ে বলেন, দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশী ব্যাপক ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার (১ জুলাই) সকালে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খালিশপুরস্থ বিআইডিসি সড়কে অবস্থিত মহানগরী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

 

মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান এর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, বুলবুল কবির, আল হাফিজ সোহাগ, শাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান জুনায়েদ, মাওলানা শরিফুল ইসলাম, দবির উদ্দিন, আফতাব উদ্দিন, হেলাল উদ্দিন, নুরুল হক, আলী হায়দার নিরু, মুহিব্বুর রসুল, আব্দুল মালেক মুন্সি, আব্দুল কাদের, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ৩৬ জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের পথের আলো। শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধসহ সাহসী সহযোদ্ধারা শুধু ইতিহাসের অংশ নয়, তারা আদর্শের বাতিঘর। তাদের রক্ত এই জাতিকে অধিকার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পথ দেখিয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা কৃতজ্ঞচিত্তে তাদের স্মরণ করি এবং শপথ করছি, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ।’

 

Leave A Reply

Your email address will not be published.