দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতি

105

মোরেলগঞ্জ প্রতিনিধি: ১১তম গ্রেড প্রাপ্তির সূযোগসহ ৬ দফা দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সহকারীরা স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা বেলা ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

এ সময় বাগেরহাট জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ হোসেন, স্বাস্থ্যকর্মী মো. জালাল হোসাইন, চায়না রানী সাহা, মেজবাউল হক, নূরেফা ভানু, নিলুফা ইয়াসমীন মিম, হুমায়ুন কবির বক্তৃতা করেন। বক্তারা অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীত করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফার দাবি বাস্তবায়নের দাবি জানান। এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বওেলও ঘোষণা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.