বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের ৫৩ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে শনিবার বেলা ১১টার দিকে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে চুকনগর ডিগ্রী কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ করা হয়।
এসময় কলেজ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি শাকিব হোসেন। বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক রমেন রায়, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ বোরহান উদ্দিন, সোহেল মাহমুদ, শেখ এনামুল হোসেন, যুবদল নেতা তামিম শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইভান গাজী, রসুল আহম্মেদ, সুজন সরদার, মফিজুর রহমান, সবুজ, তৌফিক হোসেন, শাওন আহম্মেদ, রাজু আহম্মেদ প্রমুখ।